Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজিন চার্টারঃ

প্রকল্পের নামঃ রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেন্টেনেন্স প্রোগ্রাম (আর ই আর এম পি)

সরকার কর্তৃক পল্লী সড়ক মেরামতের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসুচি হিসাবে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেন্টেনেন্স প্রোগ্রাম (আর ই আর এম পি)শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই ২০‌১৩ হইতে জুন ২০১৭ পর্যন্ত বাস্তবায়নের জন্য অনুমোধিত হইয়াছে।

মহিলা কর্মীগন প্রতিদিন ১৫০ টাকা হারে মজুরী পাবে তবে মহিলা কর্মীগন ১০০ টাকা প্রতিটি গ্রুপের সভাপতি/সেক্রেটারি যৌথ স্বাক্ষরে প্রতিমাসে উত্তোলন করতে পারবে এবং ৫০ টাকা প্রতিটি মহিলাকর্মীগনের সঞ্চয়ী হিসাব নং ও নির্বাহি প্রকৌশলীর যৌথ হিসাব নং থেকে প্রকল্পের মেয়াদ শেষে উত্তোলন করিতে পারবে।

নিন্মে যোগ্যতা নিরুপন বিবেচ্যঃ

১/ বিধবা স্বামী পরিতক্ত এবং পরিবার প্রধান হত দরিদ্র মহিলা যারা কায়িক শ্রমের মাধ্যমে জিবীকা আর্জন করে তাদের প্রধান্য।

২/ নির্বাচিত মহিলা কর্মীদের শারীরিকভাবে মাটির কাজ  করার ক্ষমতা থাকতে হবে।

৩/ নির্বাচিত মহিলা গনের বা তাদের ০.৫ এককের নিচে মালিকানা স্বত্ব জমি থাকতে হবে।

৪/ (১৮-৩৫) বছরের বয়স্ক সর্বাধিক দুঃস্থ কর্মস্থল মহিলা কর্মী হতে হবে।

৫/  বয়স প্রত্যয়নের জন্য national id থাকতে হবে।

৬/ কর্মীগন অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে।

৭/ এ্ল জি ই ডি কর্তৃক মেরামতের জন্য তালিকাভুক্ত সড়কের নিকট বসবাস কারী মহিলাগন এ প্রকল্পের কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

মহিলা কর্মীগন অবশ্যই রাস্তার শোলডার গর্ত নিচু, ইত্যাদি রাস্তা আগাছা পরিষ্কার ও রক্ষনাবেক্ষন কাজ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা রোড ও ইউনিয়ন রোড কাজ করতে হবে।