জেলাঃ চাঁদপুর,
উপজেলাঃ কচুয়া,
সীমানাঃ কচুয়া উপজেলার সর্ব উত্তরে এই ইউনিয়নটি অবস্থিত। এই ইউনিয়ন এর পূর্বে সাচার ইউনিয়ন এবং দক্ষিনে বিতারা ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটি কচুয়া উপজেলা হতে প্রায় ১৫.০০ কি:মি: দূরত্বে অবস্থিত।
আয়তনঃ
জনসংখ্যাঃ ৩০,১৪২জন, পুরুষ ১৫,৮৮০ জন (প্রায়) মহিলা ১৪,২৬২ জন (প্রায়)
মোট ভোটার সংখ্যা ১৬,৭৮৪ জন পুরুষ ভোটার সংখ্যা ৮,৮৭৪ জন মহিলা ভোটার সংখ্যা ৭,৯১০ জন ।
মোট পরিবার(খানা) ৪৬৬৩টি ।
গ্রাম ২১ টি, মৌজা ৮ টি,
শিক্ষার হারঃ ৭৫%
এতিমখানা ০৫ টি, মসজিদ ৩২টি মন্দির ০৭ টি
হাট-বাজার ০২ টিঃ
পোস্ট অফিস ০২টি
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি, পাথৈর
কমিউনিটি ক্লিনিকঃ ২টি।
বিজ্ঞানাগারঃ নাই
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি।
উচ্চ বিদ্যালয়ঃ ০২টি।
মাদ্রসাঃ ০৬টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস