Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ০২নং পাথৈর ইউনিয়ন

জেলাঃ চাঁদপুর,

উপজেলাঃ  কচুয়া,

সীমানাঃ কচুয়া উপজেলার সর্ব উত্তরে এই ইউনিয়নটি অবস্থিত। এই ইউনিয়ন এর পূর্বে সাচার ইউনিয়ন এবং দক্ষিনে বিতারা ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটি কচুয়া উপজেলা হতে প্রায় ১৫.০০ কি:মি: দূরত্বে অবস্থিত।

আয়তনঃ

জনসংখ্যাঃ ৩০,১৪২জন, পুরুষ ১৫,৮৮০ জন (প্রায়) মহিলা ১৪,২৬২ জন (প্রায়)

মোট ভোটার সংখ্যা ১৬,৭৮৪ জন পুরুষ ভোটার সংখ্যা ৮,৮৭৪ জন মহিলা ভোটার সংখ্যা ৭,৯১০ জন ।

মোট পরিবার(খানা) ৪৬৬৩টি । 

গ্রাম ২১ টি, মৌজা ৮ টি,

শিক্ষার হারঃ ৭৫%

এতিমখানা ০৫ টি, মসজিদ ৩২টি মন্দির ০৭ টি

হাট-বাজার ০২ টিঃ

পোস্ট অফিস ০২টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি, পাথৈর

কমিউনিটি ক্লিনিকঃ ২টি।

বিজ্ঞানাগারঃ নাই

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি।

উচ্চ বিদ্যালয়ঃ ০২টি।

মাদ্রসাঃ ০৬টি।