Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামী 27/10/2013 হতে বিনা মূল্যে অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষন
Details

বিনামূল্যে

অনলাইনে আয়

বিষয়ক প্রশিণ

 

আগামী ২৭অক্টোবর,২০১৩সকাল ৯.০০টায় বিনামূল্যে কচুয়া উপজেলায় অনলাইনে আয় বিষয়ক ৫ দিন ব্যাপিSEO  প্রশিক্ষণ কর্মশালা শুরম্ন হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের (Students, Teachers, Business Personnel and others) www.centrenic.comএ রেজিষ্ট্রেশন এবং পরীক্ষামাধ্যমে নির্বাচিত হতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ল্যাপটপ, মডেম, পাসর্পোট সাইজের ছবির সফ্ট কপি এবং ভোটার আইডি/ পাসর্পোট/যে কোন আইডি কার্ড সঙ্গে আনতে হবে।

 

আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রার্থীদের দ্রম্নত রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।

 

এ বিষয়ে আরো তথ্যের জন্য যোগাযোগ করম্নন:

লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ কর্মসূচি         

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়               

০১৮৪১-৭৭৭০০৫

                                             

উপরোক্ত প্রশিক্ষনের স্থান  উপজেলা নির্বাহী অফিসার, কচুয়ার এর কার্যালয় থেকে অতিশীঘ্রই করে জানানো হবে/জানা যাবে।

স্মারক নং- ০০.০০০.২৫২.০০.০০৪.৩৮.২০১৩-                                                        তারিখঃ ০৮/১০/২০১৩খ্রিঃ

অনুলিপিঃ অবগতি/কার্যার্থে প্রেরণ করা হলোঃ-

১। উপজেলা-----------------------------------------কর্মকর্তা (সকল),কচুয়া, চাঁদপুর। তার অধীন কর্মকতা/কর্মচারীদের মাঝে বহুল প্রচারসহ অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশনের  নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।

২। মেয়র, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর তাঁকে বিষয়টি তার পৌরসভায় বহুল প্রচার ব্যবস্থাগ্রহনের জন্য অনুরোধ করা হলো।

৩। উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার কচুয়া, চাঁদপুর তাঁকে তাঁর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের  ছাত্র/ছাত্রীদের মাঝে মাঝে বহুল প্রচারসহ অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশনের  নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।

৪। অধ্যক্ষ---------------------------------কলেজ তাঁকে তার শিক্ষপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে বহুল প্রচার সহ অংশ গ্রহনের নিমিত্তঅনলাইন রেজিষ্ট্রেশনের  নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।

৫। চেয়ারম্যান---------------------------------ইউনিয়ন পরিষদ(সকল), কচুয়া, চাঁদপুরতার ইউনিয়নে বহুল প্রচার ব্যবস্থাগ্রহনের জন্য অনুরোধ করা হলো।

৬। উদ্যোক্তা----------------------------------ইউনিয়ন পরিষদ(সকল), কচুয়া, চাঁদপুরতাকেউক্ত প্রশিক্ষনে অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশন  করার জন্য নির্দেশ দেয়া হলো।

 

স্বাঃ ০৮/১০/২০১৩

উপজেলা নির্বাহী অফিসার

কচুয়া, চাঁদপুর

 

 

 

Attachments
Publish Date
03/01/2018
Archieve Date
11/01/2018