আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রার্থীদের দ্রম্নত রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
এ বিষয়ে আরো তথ্যের জন্য যোগাযোগ করম্নন:
লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ কর্মসূচি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়
০১৮৪১-৭৭৭০০৫
উপরোক্ত প্রশিক্ষনের স্থান উপজেলা নির্বাহী অফিসার, কচুয়ার এর কার্যালয় থেকে অতিশীঘ্রই করে জানানো হবে/জানা যাবে।
স্মারক নং- ০০.০০০.২৫২.০০.০০৪.৩৮.২০১৩- তারিখঃ ০৮/১০/২০১৩খ্রিঃ
অনুলিপিঃ অবগতি/কার্যার্থে প্রেরণ করা হলোঃ-
১। উপজেলা-----------------------------------------কর্মকর্তা (সকল),কচুয়া, চাঁদপুর। তার অধীন কর্মকতা/কর্মচারীদের মাঝে বহুল প্রচারসহ অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশনের নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
২। মেয়র, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর তাঁকে বিষয়টি তার পৌরসভায় বহুল প্রচার ব্যবস্থাগ্রহনের জন্য অনুরোধ করা হলো।
৩। উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার কচুয়া, চাঁদপুর তাঁকে তাঁর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে মাঝে বহুল প্রচারসহ অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশনের নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
৪। অধ্যক্ষ---------------------------------কলেজ তাঁকে তার শিক্ষপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে বহুল প্রচার সহ অংশ গ্রহনের নিমিত্তঅনলাইন রেজিষ্ট্রেশনের নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
৫। চেয়ারম্যান---------------------------------ইউনিয়ন পরিষদ(সকল), কচুয়া, চাঁদপুরতার ইউনিয়নে বহুল প্রচার ব্যবস্থাগ্রহনের জন্য অনুরোধ করা হলো।
৬। উদ্যোক্তা----------------------------------ইউনিয়ন পরিষদ(সকল), কচুয়া, চাঁদপুরতাকেউক্ত প্রশিক্ষনে অংশ গ্রহনের নিমিত্ত অনলাইন রেজিষ্ট্রেশন করার জন্য নির্দেশ দেয়া হলো।
স্বাঃ ০৮/১০/২০১৩
উপজেলা নির্বাহী অফিসার
কচুয়া, চাঁদপুর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS